কুমিল্লা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের যানবাহনকে জরিমানা
- আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ২০৪ বার পড়া হয়েছে
২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :
কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে চলাচলরত অনিয়মরত যানবাহনগুলোকে জরিমানা করেছে । এছাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া যানবাহনের কর্তৃপক্ষ থেকে আদায় করে ফেরত দেয়া হয়েছে যাত্রীদের।
রবিবার (২ জুন) দুপুরে মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, মহাসড়কে চলাচলরত যানবাহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। যাত্রীদের হয়রানি থেকে মুক্ত করার জন্য এ অভিযান পরিচালিত হয়েছে।অভিযান চলাকালে নিদিষ্ট ভাড়ার অতিরিক্ত টাকা যানবাহন কর্তৃপক্ষ থেকে আদায় করে যাত্রীদেরকে ফেরত দেওয়া হয়েছে।
ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল পরিবহন বাসে এ অভিযান পরিচালনা করা হয়। এ বাসে যাত্রীদের কাছ থেকে ৫ শত টাকার ভাড়া ৮ শত থেকে ৯ শত টাকা রাখা হয়েছিল।
এছাড়া বিভিন্ন পরিবহনের কাগজপত্র যাচাইবাছাই করা হয়।