ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বোরকা পরে দর্শক সারিতে নোলক-এর নায়িকা ববি!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯ ৩৪৯ বার পড়া হয়েছে

১০ জুন ২০১৯,  সোমবার,  বিন্দুবাংলা টিভি .কম, বিনোদন ডেস্ক :

নায়িকাদের বোরকা পরে প্রেক্ষাগৃহে যাওয়ার রেওয়াজ কিন্তু নতুন নয়। নিজের নতুন কোনো সিনেমা মুক্তি পেলে বোরকা পরে ভক্তদের চোখে ধুলো দিয়ে প্রতিক্রিয়া জানতে দর্শক সারিতে বসে যান তারা। কোনো এক সময় আবার লুকোনো সেই খবরটিও জানিয়ে দেন ভক্তদের। এমন ঘটনার জন্ম দিয়েছেন পূর্ণিমা, পরীমণি, শবনম বুবলী সহ অনেকেই।
এবার এই তালিকায় নাম লিখিয়েছেন আরো এক নায়িকা। গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘নোলকথ। সিনেমাটিতে ঢাকাই ছবির যুবরাজ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি মুক্তির আগে প্রচারণায় নায়ক শাকিবকে দেখা না গেলেও নায়িকা একাই ছিলেন স্বক্রিয়। অভিনয় এবং প্রচারণায় কতোটুকু সফলতা অর্জন করেছেন ববি? সেটা দেখতে নিজেই হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহে। তবে প্রকাশ্যে নয়, গিয়েছিলে পূর্ণিমাদের মতো বোরকা পরে। আজ সোমবার সেই খবরটি জানিয়ে দিলেন ইনকিলাবকে।
ববি জানিয়েছেন, ‘বোরকা পরে দর্শকদের সঙ্গে ‘নোলকথ উপভোগ করেছি। বিষয়টি সত্যিই অনেক আনন্দের। বোরকা পরে প্রেক্ষাগৃহে যাওয়ার কারণ নতুন করে বোঝানোর দরকার আছে বলে মনে করছি না। তারপরও বলতে হয়- প্রকাশ্যে দর্শকদের সঙ্গে নিজের সিনেমা উপভোগের কোনো মজাই নেই। কারণ বাস্তব প্রতিক্রিয়া জানা সম্ভব হয় না। তাই এবার একাধিক প্রেক্ষাগৃহে বোরকা পরেই গিয়েছিলাম।থ
দর্শক কেনো ‘নোলক দেখবে? এ প্রশ্নের জবাবে ববি বলেন, ‘নোলকথ এমন আকেটা সিনেমা যেটা পরিবার নিয়ে দেখা যায়। পারিবারিক সেন্টিমেন্টের ছবি ‘নোলকথ। ভালো গল্প এবং ভালো অভিনয়ের ছবি ‘নোলকথ। দর্শক সত্যিকার অর্থে যে ধরণের সিনেমা আশা করেন, সেই ধরণের সিনেমার নামই হচ্ছে ‘নোলকথ। ঈদে দর্শক যে ছবি দেখতে পছন্দ করেন সেটার আরেক নাম ‘নোলকথ।থ
‘বিজলীথর এ নায়িকা ‘নোলকথ নিয়ে আরও বলেন, ‘ইতোমধ্যেই আপনারা জানেন ‘নোলকথ -এর সফলতা সম্পর্কে। এক প্রকার যুদ্ধ করে প্রেক্ষাগৃহ বুকিং করতে হয়েছে। প্রথম সপ্তাহে ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও আশা ছিল শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার। তবে সেটা প্রথম সপ্তাহে সম্ভব হয়নি। তবে দু:খ নেই। কারণ ভালো সিনেমা চলতেই থাকে। ‘নোলকথ ও চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রযোজনা সংস্থা থেকে জানতে পেরেছি দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ বাড়বে।থ
এদিকে জানা গিয়েছে ববি আজ সোমবার (১০ জুন) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাতে ‘নোলকথ উপভোগ করবেন। তবে এবার বোরকা পরে নয়, সাংবাদিক এবং ভক্ত-দর্শকদের সঙ্গে প্রকাশ্যেই নিজের অভিনীত ছবিটি উপভোগ করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

বোরকা পরে দর্শক সারিতে নোলক-এর নায়িকা ববি!

আপডেট সময় : ০৯:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯

১০ জুন ২০১৯,  সোমবার,  বিন্দুবাংলা টিভি .কম, বিনোদন ডেস্ক :

নায়িকাদের বোরকা পরে প্রেক্ষাগৃহে যাওয়ার রেওয়াজ কিন্তু নতুন নয়। নিজের নতুন কোনো সিনেমা মুক্তি পেলে বোরকা পরে ভক্তদের চোখে ধুলো দিয়ে প্রতিক্রিয়া জানতে দর্শক সারিতে বসে যান তারা। কোনো এক সময় আবার লুকোনো সেই খবরটিও জানিয়ে দেন ভক্তদের। এমন ঘটনার জন্ম দিয়েছেন পূর্ণিমা, পরীমণি, শবনম বুবলী সহ অনেকেই।
এবার এই তালিকায় নাম লিখিয়েছেন আরো এক নায়িকা। গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ‘নোলকথ। সিনেমাটিতে ঢাকাই ছবির যুবরাজ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি মুক্তির আগে প্রচারণায় নায়ক শাকিবকে দেখা না গেলেও নায়িকা একাই ছিলেন স্বক্রিয়। অভিনয় এবং প্রচারণায় কতোটুকু সফলতা অর্জন করেছেন ববি? সেটা দেখতে নিজেই হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহে। তবে প্রকাশ্যে নয়, গিয়েছিলে পূর্ণিমাদের মতো বোরকা পরে। আজ সোমবার সেই খবরটি জানিয়ে দিলেন ইনকিলাবকে।
ববি জানিয়েছেন, ‘বোরকা পরে দর্শকদের সঙ্গে ‘নোলকথ উপভোগ করেছি। বিষয়টি সত্যিই অনেক আনন্দের। বোরকা পরে প্রেক্ষাগৃহে যাওয়ার কারণ নতুন করে বোঝানোর দরকার আছে বলে মনে করছি না। তারপরও বলতে হয়- প্রকাশ্যে দর্শকদের সঙ্গে নিজের সিনেমা উপভোগের কোনো মজাই নেই। কারণ বাস্তব প্রতিক্রিয়া জানা সম্ভব হয় না। তাই এবার একাধিক প্রেক্ষাগৃহে বোরকা পরেই গিয়েছিলাম।থ
দর্শক কেনো ‘নোলক দেখবে? এ প্রশ্নের জবাবে ববি বলেন, ‘নোলকথ এমন আকেটা সিনেমা যেটা পরিবার নিয়ে দেখা যায়। পারিবারিক সেন্টিমেন্টের ছবি ‘নোলকথ। ভালো গল্প এবং ভালো অভিনয়ের ছবি ‘নোলকথ। দর্শক সত্যিকার অর্থে যে ধরণের সিনেমা আশা করেন, সেই ধরণের সিনেমার নামই হচ্ছে ‘নোলকথ। ঈদে দর্শক যে ছবি দেখতে পছন্দ করেন সেটার আরেক নাম ‘নোলকথ।থ
‘বিজলীথর এ নায়িকা ‘নোলকথ নিয়ে আরও বলেন, ‘ইতোমধ্যেই আপনারা জানেন ‘নোলকথ -এর সফলতা সম্পর্কে। এক প্রকার যুদ্ধ করে প্রেক্ষাগৃহ বুকিং করতে হয়েছে। প্রথম সপ্তাহে ৭৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও আশা ছিল শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার। তবে সেটা প্রথম সপ্তাহে সম্ভব হয়নি। তবে দু:খ নেই। কারণ ভালো সিনেমা চলতেই থাকে। ‘নোলকথ ও চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রযোজনা সংস্থা থেকে জানতে পেরেছি দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ বাড়বে।থ
এদিকে জানা গিয়েছে ববি আজ সোমবার (১০ জুন) বিকেলে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাতে ‘নোলকথ উপভোগ করবেন। তবে এবার বোরকা পরে নয়, সাংবাদিক এবং ভক্ত-দর্শকদের সঙ্গে প্রকাশ্যেই নিজের অভিনীত ছবিটি উপভোগ করবেন তিনি।