মেঘনায় নিখোঁজের ৪ দিন পার হলেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রীর ।
- আপডেট সময় : ০২:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে
২৭ জুন ২০১৯, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীর নিখোঁজের ৪ দিন পার হলেও সন্ধান মেলেনি। এ বিষয়ে মেঘনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা যায় উপজেলার টিটির চর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে প্রীতি আক্তার ( ১ ৫ ) নানার বাড়ি মাতাব্বের কান্দি থেকে মানিকার চর এল এল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। খোরশেদ বলেন ঈদের ছুটিতে প্রীতি( ১৫) তার নানার বাড়ি থেকে টিটির চরে আসে পরে গত ২৩ জুন রোববার সকাল ৮. ৩০ টার দিকে নানার বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয় এর পর থেকে যখন আমার বাড়ি ও নানার বাড়িতে ও ফিরে না আসায় বিভিন্ন ভাবে আমাদের আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায়নি পরে ২৬ জুন মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। ডায়েরি নং ৮০২ / ২৬ /৬ / ২০১৯ ইং। প্রীতির সন্ধান না পাওয়ায় তার বাবা খোরশেদ আলম ও পরিবার এবং আত্মীয় স্বজনরা শোকে কাতর। এ দিকে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একটি ডায়েরি হয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নিয়েছি । মোসাঃ প্রীতি আক্তার (১৫ ), পিতা: মোঃ খোরশেদ মিয়া।
যদি কোনো ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অনুগ্রহ পূর্বক নিম্নের নাম্বারে যোগাযোগ করুন।
মামা : ০১৯৫২০৬৫৩২০
বাবা : ০১৮৭৮০৪৯৪২১
বিষয়টি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।