সংবাদ শিরোনাম ::
‘তুমি যদি হতে”- মোহাম্মদ সোহেল রানা সরকার
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১১:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
২০ জুলাই ২০১৯, আজকের মেঘনা ডটকম,
ডেস্ক রিপোর্ট:
“তুমি যদি হতে”-
মোহাম্মদ সোহেল রানা সরকার।
যদি আমি আকাশ হতাম
তুমি হতে চাঁদ,
তারায় তারায় ভরে যেতো,
ফাগুনের রাত।
যদি তুমি রাত্রি হতে
আমি হতাম আলো,
তোমার সাথে মিশে যেতাম
বেসে তোমায় ভালো।
যদি আমি সকাল হতাম
তুমি শিশির বিন্দু,
সারা জীবন থাকতাম আমি
হয়ে তোমার বন্ধু।
যদি তুমি সাগর হতে
আমি নদীর জল
তোমার পানে ছুটে যেতাম
বুকে নিয়ে বল।
আমি যদি হতাম বৃক্ষ
তুমি হতে লতা,
সারাক্ষণ শুধু বলে যেতাম
হৃদয়ের সব কথা।
যদি আমি হতাম কবিতা
তুমি হতে ছন্দ,
আমার বুকে রেখে দিতাম
পেতাম কত আনন্দ!
যদি আমি সন্ধ্যা হতাম
তুমি হতে বাতি,
তোমার পরশ পেতাম, যখন
হতো সন্ধ্যা রাতি।
যদি তুমি মুক্তা হতে
ঝিনুক হতাম আমি,
বুকের ভিতর লুকায়ে রাখতাম
জানতনা কেউ জানি………