দলে প্রতিযোগিতা আছে, কোন গ্রুপিং নেই
- আপডেট সময় : ১১:৩১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ৩৫০ বার পড়া হয়েছে
২৭ সেপ্টেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম, স্টাফ রিপোর্টার : মেঘনা উপজেলায় আওয়ামিলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে অংশ গ্রহণ মুলক প্রতিযোগিতা আছে তেমন কোন গ্রুপিং নেই বললেন মেঘনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান , উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিলন সরকার। তিনি সম্প্রতি এক সাক্ষাতকারে এই প্রতিবেদককে এ কথা বলেন। তিনি বলেন উন্নয়ন করতে যেখানে যা প্রয়োজন আমরা তা করবো ইনশাআল্লাহ । আমাদের মাননীয় এমপি ও সিনিয়রদের সহযোগিতায় মেঘনাবাসীর স্বাস্থ্য, শিক্ষা, ও অবকাঠামো গত দিককে প্রাধান্য দিয়ে কাজ করে যাবো। আমি মেঘনা বাসীর নিকট কৃতজ্ঞ, আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান বানিয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করবো তাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। দলে গ্রুপিং আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের মধ্যে মান অভিমান থাকতে পারে নেতৃত্বের পজেটিভ লড়াই থাকতে পারে কিন্তু উপজেলার উন্নয়ন ও দলের প্রয়োজনে আমরা নীতিগত ভাবে এক। মিলন সরকার বলেন আগামীর মেঘনা হবে উন্নয়নের মডেল। তিনি মেঘনা বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।