নেত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নিলাম: সাঈদ খোকন
- আপডেট সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ২১২ বার পড়া হয়েছে
৩০ ডিসেম্বর ২০১৯, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। বাবার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম৷ তিনি আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ৷
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে নিজের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আলোচনা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের কে প্রার্থী হচ্ছেন? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ফলে ডিএসসিসির নির্বাচনে মেয়র পদ থেকে ছিটকে যান বর্তমান মেয়র সাঈদ খোকন।