হঠাৎ বৈঠকে ইসি
- আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
১৮ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, বিশেষ সংবাদদাতা :
ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সোয়া চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠকটি শুরু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পিএস একেএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। তবে কমিশনাররা একটি জরুরি সিদ্ধান্তের জন্য আলোচনায় বসেছেন।

এ দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, ইসি হঠাৎ জরুরি বৈঠক ডেকেছে। সেখানে আমাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিচার-বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচনের তারিখ পেছাবে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা। তবে ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে। পূজার বিষয়টি উল্লেখ করে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার

ঘোষ হাইকোর্টে একটি রিট করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) শুনানি শেষে রিটটি খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

নির্বাচনের তারিখ পেছাতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও দাবি জানিয়েছে।

ওই রিটে বলা হয়, দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। নির্বাচন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে, তাই এটি সাংঘর্ষিক।সুত্র : দৈনিক অধিকার