ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

“অবণী ধারা “- আমেনা সরকার।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০ ২৯৬ বার পড়া হয়েছে

২০ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

অচেনা অবণী বুকে
পা রেখেছিনু বহুকাল আগে
এমনি শীতের ধুপে
ধুসর রিতুর কাল,
কি যেন কেন রুক্ষ শুষ্ক
কি যাতনা লুকিয়ে রূপে
ঝরা পাতাদের ক্রন্দন ক্রমে
শুন্য অটবি ডাল।

নিসর্গ বড় বেখেয়ালি,
কখনো জ্বালায় দাবানল
পোড়ানো চণ্ডী চৈতালি,
আবার সেই পোড়া ভূমি সবুজে সাজায়
মন করে মাতোয়ালি।

অম্লমধুর গ্রীষ্ম পেরিয়ে
রূপালী বর্ষাকাল,
বারিধারা আর উদাসি মন
সৃজে কত সুর যত তাল।

সময় যে বয়ে ক্ষয়ে যায়
পাতার সবুজে কালচের ধাঁচ
রাংগা পুষ্প বর্ণহীন
হেথা নতুন প্রজন্ম আভাষ।

রঙ ঢং আর আলোয় জড়ানো
বিচিত্র এ জীবন,
হাসি কান্না ভয় ভাবনা
তবু আশায় দোলায় মন।

দিন চলে যায় ঋতু বদলায়
মেঘ রংধনু নীলাকাশ,
জড়া চলে যায় নবাগমন
জাগে আবার প্রেমাভাষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

“অবণী ধারা “- আমেনা সরকার।

আপডেট সময় : ০১:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০

২০ জানুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :

অচেনা অবণী বুকে
পা রেখেছিনু বহুকাল আগে
এমনি শীতের ধুপে
ধুসর রিতুর কাল,
কি যেন কেন রুক্ষ শুষ্ক
কি যাতনা লুকিয়ে রূপে
ঝরা পাতাদের ক্রন্দন ক্রমে
শুন্য অটবি ডাল।

নিসর্গ বড় বেখেয়ালি,
কখনো জ্বালায় দাবানল
পোড়ানো চণ্ডী চৈতালি,
আবার সেই পোড়া ভূমি সবুজে সাজায়
মন করে মাতোয়ালি।

অম্লমধুর গ্রীষ্ম পেরিয়ে
রূপালী বর্ষাকাল,
বারিধারা আর উদাসি মন
সৃজে কত সুর যত তাল।

সময় যে বয়ে ক্ষয়ে যায়
পাতার সবুজে কালচের ধাঁচ
রাংগা পুষ্প বর্ণহীন
হেথা নতুন প্রজন্ম আভাষ।

রঙ ঢং আর আলোয় জড়ানো
বিচিত্র এ জীবন,
হাসি কান্না ভয় ভাবনা
তবু আশায় দোলায় মন।

দিন চলে যায় ঋতু বদলায়
মেঘ রংধনু নীলাকাশ,
জড়া চলে যায় নবাগমন
জাগে আবার প্রেমাভাষ।