গণভবনে আতিক-তাপস
- আপডেট সময় : ০৪:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ৩৭৮ বার পড়া হয়েছে
১ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে তারা গণভবনে অবস্থান করছিলেন বলে জানা যায়।
এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের এ দুই প্রার্থী জয়ী হওয়ার পথে অনেকটাই এগিয়ে আছেন বলে খবর প্রকাশ হয়।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৮১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৭৬৫ ভোট।
অপর দিকে দক্ষিণের ৯৭৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৩২ ভোট, তার নিকটততম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।