ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গজারিয়ায় মাইক্রোবাস ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে ৩০ জন আহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

৩ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম ডি ওসমান :       গজারিয়া মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও কুমিল্লাগামী একটি যাত্রীবাহি সিডিএম বাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ উভয় পরিবহনের আহত হয়েছে ৩০ জনযাত্রী।
আজ সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকাগামী মাইক্রোবাসটি পাখির মোড় এসে ইউটার্ন করার সময় কুমিল্লাগামী যাত্রীবাহি সিডিএম বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাইক্রোবাস যাত্রী ফাতেমা(২২),ঝরনা(৩০),বেলাল(৩৬)অঞ্জাত পরিচয় চালক এবং সিডিএম যাত্রীবাহি বাসের হেলপার ওমরসহ ৩০ জন ।

বাস যাত্রী মোঃশাহিনুর জানান আমাদের দ্রুত গামী গাড়িটি কে না দেখে একটি মাইক্রোবাস ইউটার্ন করার সময় দুই গাড়ির সংঘর্ষে এঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস লোক এসে মাইক্রোবাসের আহত আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন।
সিডিএম বাসের হেলপারসহ আহত হয়েছে ৩০ জন যাত্রী। গজারিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ রিফাত মল্লিক জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছি। এসে দেখি একটি মাইক্রোবাস ইউটার্ন করার সময় বাসের সংঘর্ষে ধাক্কা লেগে বিপরিত পাশের ওয়ালে উঠে আটকে থাকে। মাইক্রোবাসের একজন আহত যাত্রী উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠাই। আহতর নাম পরিচয় পাওয়া যায় নাই।
৩। গজারিয়া হাই্ওয়ে ইনচার্জ মোঃ নাছির মজুমদার জানাউন সকাল সাড়ে ৯টায় পাখির মোড় এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস এবং ঢাকা থেকে কুমিল্লাগামী সিডিএম যাত্রীবাহি বাস ইউটার্ন করার সময় সংঘর্ষ বাধে। মাইক্রোবাসের ৩ জন যাত্রীকে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরপরিচয় জানা যায় নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

গজারিয়ায় মাইক্রোবাস ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে ৩০ জন আহত

আপডেট সময় : ১২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০

৩ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম ডি ওসমান :       গজারিয়া মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস ও কুমিল্লাগামী একটি যাত্রীবাহি সিডিএম বাস সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ উভয় পরিবহনের আহত হয়েছে ৩০ জনযাত্রী।
আজ সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকাগামী মাইক্রোবাসটি পাখির মোড় এসে ইউটার্ন করার সময় কুমিল্লাগামী যাত্রীবাহি সিডিএম বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাইক্রোবাস যাত্রী ফাতেমা(২২),ঝরনা(৩০),বেলাল(৩৬)অঞ্জাত পরিচয় চালক এবং সিডিএম যাত্রীবাহি বাসের হেলপার ওমরসহ ৩০ জন ।

বাস যাত্রী মোঃশাহিনুর জানান আমাদের দ্রুত গামী গাড়িটি কে না দেখে একটি মাইক্রোবাস ইউটার্ন করার সময় দুই গাড়ির সংঘর্ষে এঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস লোক এসে মাইক্রোবাসের আহত আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন।
সিডিএম বাসের হেলপারসহ আহত হয়েছে ৩০ জন যাত্রী। গজারিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ রিফাত মল্লিক জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছি। এসে দেখি একটি মাইক্রোবাস ইউটার্ন করার সময় বাসের সংঘর্ষে ধাক্কা লেগে বিপরিত পাশের ওয়ালে উঠে আটকে থাকে। মাইক্রোবাসের একজন আহত যাত্রী উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠাই। আহতর নাম পরিচয় পাওয়া যায় নাই।
৩। গজারিয়া হাই্ওয়ে ইনচার্জ মোঃ নাছির মজুমদার জানাউন সকাল সাড়ে ৯টায় পাখির মোড় এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস এবং ঢাকা থেকে কুমিল্লাগামী সিডিএম যাত্রীবাহি বাস ইউটার্ন করার সময় সংঘর্ষ বাধে। মাইক্রোবাসের ৩ জন যাত্রীকে আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরপরিচয় জানা যায় নাই।