গজারিয়ায় আদালতের নির্দেষ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ।
- আপডেট সময় : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম ডি ওসমান, গজারিয়া :
গজারিয়ায় আদালতের নিষেধাজ্ঞা ষেষ জোরপূর্বক ভাবে ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে মোঃ বরকত উল্লাহ মেম্বারের বিরুদ্ধে ।
উপজেলার বৈদ্যারগাও গ্রামের বাদী বজলুর রশিদের ভাগিনা ফরহাদ মুন্সী মঙ্গলবার সকালে একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে ইউপি সদস্য মোঃ বরকত মেম্বারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ।
ফরহাদ মুন্সী জানান দঃ বিঃ ১৯৫/০৮ বিচারাধীন উভয় পক্ষকে নালিশী জমিতে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া আছে। মোঃ বরকত মেম্বার জোরপূর্বক ভাবে নতুন ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি গজারিয়া থানা ইনচার্জ কে জানিয়ে ফলাফল পাচ্ছেন না বলে জানান অভিযোগ কারি বরকত মুন্সি ।
এ বিষয়ে মোঃ বরকত মেম্বার জানান কোর্টের নিষেধাঞ্জা তুলে নেয়া হয়েছে। প্রমানপত্র আদেশ নামা হাতে নেই তবে পেয়ে যাব কোর্টে আমাদের লোক আছে । গজারিয়া থানা ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান নালিশী জমিতে কাজ বন্ধ রাখা একান্ত আদালতের বিষয় যদি বাদী বা বিবাদী কোর্ট অমান্য করে তাহলে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অমান্যকারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিব ।