মেঘনায় আওয়ামিলীগ সরকারের মন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক সফরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ ৬২২ বার পড়া হয়েছে
১০ ফেব্রুয়ারি ২০২০, আজকের মেঘনা ডটকম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামিলীগ সরকারের প্রথম পূর্ণ মর্যাদার মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক সফরে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মুজাম্মেল হক এম পি। তিনি আগামীকাল মঙ্গলবার দুপুরে মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করার কথা রয়েছে। এ বিষয়ে মেঘনা উপজেলা চেয়ারম্যান, আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন মেঘনা উপজেলা সৃষ্টি হওয়ার পর এই প্রথম আওয়ামিলীগ সরকারের পূর্ণ মর্যাদার মন্ত্রী আনুষ্ঠানিক সফরে আসছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ ও মেঘনা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মন্ত্রী মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করার পর স্থানীয় মুক্তিযোদ্ধা, নেতৃবৃন্দ, ও সচেতন নাগরিকদের সাথে মতবিনিময় করবেন।