মেঘনায় ফার্মেসী ব্যবসায়ীকে পিটিয়ে জখম, দোকান ভাংচুর ২ লাখ টাকা লুটের অভিযোগ
- আপডেট সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ৫৬০ বার পড়া হয়েছে
২৮ এপ্রিল ২০২০, আজকের মেঘনা ডটকম, সেলিম আহমেদ
: কুমিল্লার মেঘনা উপজেলায় শফিকুল ইসলাম নামের ফার্মেসী ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে দুই লাখ টাকা লুট ও দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার উপজেলার তুলাতুলি বাজারে এ ঘটনা ঘটে। আহত শফিক মিয়াকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় সে উপজেলার বড়িয়াকান্দি গ্রামের সুবেচানের ছেলে।আহত শফিক সাংবাদিকদের জানায় প্রতিদিনের মত সে দোকান খুলে মাল ক্রয় করার জন্য ২ লাখ টাকা আমার ক্যাশে রাখি হটাৎ শিবনগর গ্রামের মোখলেছের ছেলে মোঃ রনি, হায়দার এর ছেলে মোহসীন, খবিরের ছেলে ছাদেক, সহ জিলানী সহ ৭ -৮ জনের দল লাঠিসোঁটা নিয়ে আমার দোকান ভাংচুর এবং আমাকে বেধড়ক মারধর করে ক্যাশ থেকে দুই লাখ টাকা নিয়ে যায়। মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি বলেন সপ্তাহখানেক আগে আহত শফিকের বোন জামাইর সাথে ঝগড়া হয় পরে তা মিমাংসা হয় আজকের ঘটনা সেই সূত্রপাত থেকে হতে পারে। মামালা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন বাদী পক্ষ এসেছে থানায় যদি তারা মামলা করে রুজু করা হবে।