মির্জা আজম এমপিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইঞ্জিঃ মাসুম চেয়ারম্যান
- আপডেট সময় : ০৬:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ ২৪২ বার পড়া হয়েছে
নিউজ ডেস্কঃ একজন কর্মবীর, রাজনীতির কবি, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি’র শুভ জন্মদিন।
তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল পারভেজ ও আমাদের প্রাণপ্রিয় নেতা সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এক টুইট বার্তায় তার সুস্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি শুভেচ্ছা জানিয়েছেন।
তৃণমূল থেকে তিল তিল করে বেড়ে উঠা একজন কর্মবীর, রাজনীতির কবি মির্জা আজম এমপি ১৯৬২ সালের ১৩ সেপ্টেম্বর জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার সুখ নগরী গ্রামের এক সম্ভ্রান্ত বনেদি পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা- মির্জা আবুল কাশেম, মাতা- নুরুন্নাহার বেগম। সাত ভাই দুই বোনের মধ্যে তিনি বাবা-মা’র দ্বিতীয় সন্তান।
ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ১৯৭৭ সালে হাইস্কুলে অধ্যয়নকালে ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। ১৯৭৯ সালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮১ সালে জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ১৯৮৭ সালে জেলা যুবলীগের আহ্বায়ক ও সম্মেলনে সভাপতি এবং একই বছরে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৯৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৯৬ থেকে পরপর ছয়বার বিপুল ভোটে বিজয়ী হয়ে একটানা ত্রিশ বছর মহান সংসদে প্রতিনিধিত্ব করছেন। তিনি তার নির্বাচনী এলাকা-সহ জামালপুর জেলার রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। নিজ সংগঠনের বাইরেও তার কর্মনিষ্ঠতা, আন্তরিকতা ও সদাচরণ ঈর্ষণীয় জনপ্রিয়তা এনে দিয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠার বাহাত্তুর বছরের অভিযাত্রায় জামালপুর জেলার সর্বোচ্চ প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।