অসহায় মানুষদের পাশে মানবতার ফেরিওয়ালা ফেরদৌসী আক্তার রেহেনা
- আপডেট সময় : ০৬:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ ২৮০ বার পড়া হয়েছে
অসহায় মানুষদের পাশে মানবতার ফেরিওয়ালা ফেরদৌসী আক্তার রেহেনা
নিউজ ডেস্কঃ মানবতার কল্যানে কাজ করাই যেন মূখ্য বললেন সুলতান আহম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহেনা। আজ নারায়ণগঞ্জের নতুন কোর্ট এলাকায় অসহায় ভিক্ষুকের নিকট গিয়ে তার বিপদের সময় পাশে দাড়ালেন তিনি। দীর্ঘদিন যাবৎ একই এলাকায় ভিক্ষা করেন জৈনক এই ব্যাক্তি শারিরিক সমস্যা থাকার কারণে ভিক্ষা করে কোন মত দিন যাপন করেন তার পরিবারকে নিয়ে। তার মেয়ের স্বামীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিন্তিত হয়ে পরেছেন এই ব্যাক্তি কারণ তার মেয়ের ডেলিভারি হয়তবা কিছু দিনের মধ্যেই হয়ে যাবে। কি ভাবে এতো খরচ বহন করবেন এমন চিন্তায় দিশেহারা মানুষের নিকট গিয়ে তার আকুল আবেদন করছেন সাহায্য করার জন্য। হঠাৎ এই ব্যাক্তিকে চোখে পরে রেহেনার, তিনি তার সকল কথা শুনে বিষ্মত হয়ে যান এবং সঙ্গে সঙ্গে সব খোজ খবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হন। তার পরিবারের এমন দূর্দশা দেখে রেহেনা নগদ ৬ হাজর টাকা প্রদান করেন তার প্রতিষ্ঠিত সুলতান আহম্মেদ মোমরিয়াল ফাউন্ডেশনের পক্ষ হতে।
তাছাড়া আশ্বাস দেন সিজার করে ডেলিভারি করাতে যা খরচ হবে সম্পূর্ণরূপে সুলতানা আহম্মেদ মোমরিয়াল ফাউন্ডেশনের পক্ষ হতে বহন করা হবে। এমন আশার আলো দেখে ভিক্ষুক আবেগে আপ্লুত হয়ে পরেন এবং দোয়া করেন রেহেনাকে। স্হানীয় সুত্রে জানা যায় ফেরদৌসী আক্তার রেহেনা সুযোগ পেলেই অসহায়, গরিব এবং দুস্থদের মাঝে সুলতানা আহম্মেদ মোমরিয়াল ফাউন্ডেশনের পক্ষ হতে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।ফেরদৌসী আক্তার রেহেনার সঙ্গে কথা হলে তিনি বলেন, সর্বদায় সুলতান আহম্মেদ মোমরিয়াল ফাউন্ডেশনের গরিব অসহায় দের পাশে ছিলো বর্তমানে আছে এবং ভবিষ্যৎ এ মানুষের কল্যানে পাশে থাকবে ইনসআল্লাহ।