ফেইসবুক বন্ধুত্বে ১৭ বছরের কিশোরকে বলৎকার, অবশেষে বলৎকারী আটক
- আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
ফেইসবুক বন্ধুত্বে ১৭ বছরের কিশোরকে বলৎকার, অবশেষে বলৎকারী আটক
শাহারুখ আহমেদঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানি শহীদ নগর এলাকার সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৭) দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যাবহার করে আসছে। ফলে রানা তালুকদার (২৭) নামে এক ছেলের সঙ্গে বন্ধুত্ব তৈরী হয় এবং উভয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।
এক পর্যায়ে রানা তালুকদার নিজে থেকেই সাইফুল ইসলামের বাসায় বেড়াতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে এবং সাইফুল ইসলাম তার বাসায় আশার অনুমতিও দেয়।
পরবর্তীতে ০৪/১০/২০২০ ইং তারিখ সন্ধ্যায় ফেইসবুকে পরিচয়ের জেরে সাইফুল ইসলামের বাসায় অতিথি হলো রানা তালুকদার। মেঘনা গ্রুপের ফেক্টরী কর্মী মা সুফিয়া বেগম অতিথিসহ সকলের জন্য রান্না করে চলে যান তার নাইট সিফট কর্মস্থলে। পরদিন ভোরে বাসায় ফিরে দেখতে পান সাইফুল ইসলাম বিছানার উপর অগোছালো পোশাকে অচেতন অবস্থায় রয়েছে, বেশ কিছুক্ষণ ডাকাডাকিতে জ্ঞান ফিরে আসে তার। অন্যদিকে অতিথি রানা তালুকদার উধাও।
প্রাথমিক চিকিৎসার পর সাইফুল ইসলামের কাছ থেকে জানা গেছে, রাতে দুজনের গল্পগুজব ভালোই চলছিলো হঠাৎ রানা তালুকদার উভয়ের জন্য দুই গ্লাস জুস তৈরী করে এবং সেই জুস পানের পরেই আমি ঘুমিয়ে পড়ি ফলে আমার কিছুই আর মনে নেই। তবে পায়ুপথ ব্যাথা ও শরীর দূর্বলতা অনুভব করছি।
এরপর ঘর তল্লাশি করে দেখা যায়, সিম কার্ড সহ একটি আইটেল স্মার্ট ফোন, ব্লেন্ডার মেশিন, নগদ কিছু অর্থ, সাইফুল ইসলামের বাবার আইডি কার্ড সহ আরো কিছু দ্রব্য পাওয়া যাচ্ছে না।
পরবর্তীতে নানান কৌশল অবলম্বনে দুই দিনের মধ্যে সাইফুল ইসলামের বোন সোনিয়া ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক আরিফ উদ্দিন, সাংবাদিক শাহারুখ আহমেদ, সাংবাদিক আনিসুর রহমান ও সাব ইন্সপেক্টর কোবায়েব এর সার্বিক সহযোগিতায় কাঁচপুরের তিশা বাস কাউন্টার হতে রানা তালুকদারকে গ্রেফতার করা হয়।
পরে জানা গেছে রানা তালুকদার হবিগঞ্জের লাখাই থানার মৃত আঃ মালেকের সন্তান। বর্তমানে সে বন্দর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তবে ধারণা করা হচ্ছে রানা তালুকদার যে পরিচয় প্রদান করেছে তা সঠিক নাও হতে পারে।
অবশেষে মা সুফিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় ০৫/১০/২০২০ ইং তারিখে রানা তালুকদারকে আসামি করে ছেলেকে পায়ুপথে ধর্ষন ও চুরির বিবরণ দিয়ে একটি মামলা দায়ের করেন।