পুলিশের বিশেষ উদ্যোগে ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ সোনারগাঁয়ে
- আপডেট সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
শাহারুখ আহমেদঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে ধর্ষণ সহ সকল নারী নির্যাতন প্রতিরোধে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৭ অক্টোবর), সকাল ১০ঃ০০টায় পিরোজপুর ইউনিয়ন পরিষদে এ সমাবেশের আয়োজন করা হয়।
এই সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মোঃ খোরশেদ আলম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,
পুলিশ পরির্দশক (অপারেশন) রুবেল হাওলাদার, সেকেন্ড অফিসার পঙ্কজ কুমার সরকার।
আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর কবির, আব্দুল মান্নান, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার নারায়ণগঞ্জ জেলার সভাপতি রুনা আমিন, বিট এলাকার বিপুল সংখ্যক নারী, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র্যালীতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের পারিবারিকভাবে ও সামাজিকভাবে বয়কট করতে হবে এবং এ ধরনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ।