ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি জমি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ভূমিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে

সরকারি জমি কেউ দখল করলে বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। কেউ সেই চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই বলেও জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। সবাইকে আইনের আওতায় আসতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না।

বিএনপি অপরাধীদের উস্কে দিয়ে অভিযোগ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে, এটা দুঃখজনক। বিএনপি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উস্কে দিচ্ছে। তারা অপরাধীদের নিয়ে গেম খেলছেন।

৪২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস-এর চারটি ক্যাটাগরির (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক এ টি এম নাসির মিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক তসলীমুল ইসলামসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

সরকারি জমি দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

সরকারি জমি কেউ দখল করলে বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রোববার দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। কেউ সেই চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই বলেও জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। সবাইকে আইনের আওতায় আসতে হবে। অন্যায় করে কেউ পার পাবে না।

বিএনপি অপরাধীদের উস্কে দিয়ে অভিযোগ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে, এটা দুঃখজনক। বিএনপি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উস্কে দিচ্ছে। তারা অপরাধীদের নিয়ে গেম খেলছেন।

৪২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস-এর চারটি ক্যাটাগরির (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক এ টি এম নাসির মিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক তসলীমুল ইসলামসহ অনেকে।