অস্ট্রিয়ার ছয় স্থানে বন্দুক হামলায় নিহত ৭
- আপডেট সময় : ০৪:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
Police control a person at Mariahilferstrasse in central Vienna on November 2, 2020, following a shooting near a synagogue. - Austrian Interior Minster Nehammer said late on November 2 that a shooting in central Vienna near a major synagogue appeared to be a terrorist attack and was ongoing. (Photo by ROLAND SCHLAGER / APA / AFP) / Austria OUT/2020-11-03 06:31:06/
ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছয় স্থানে এলোপাথাড়ি গোলাগুলির ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। সন্ত্রাসীরা দলবেঁধে রাইফেল নিয়ে হামলাগুলো চালিয়েছে বলে দাবি পুলিশের।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিযান কার্য এই হামলাকে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, হামলার পর বন্দুকধারীরা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই হামলার সঙ্গে সম্পৃক্ত আরও একজন হামলাকারীকে পুলিশ সদস্যরা এরই মধ্যে খুঁজতে শুরু করেছে। রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছে ওই হামলার ঘটনা ঘটেছে।
যদিও এটা এখনো নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে কিনা। মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। অপর দিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক নারীর মৃত্যু হয়।
গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।