চলন্ত প্রাইভেটকারে হঠাৎ আগুন, যাত্রীদের প্রাণে রক্ষা

- আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে সেতুর ওপরে একটি প্রাইভেটকারে আকস্মিক আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন চার আরোহী।
আজ রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর চলন্ত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-১১-৩২৭২) আগুন ধরে ধোঁয়া বের হয়ে থাকে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। অবশ্য ততক্ষণে প্রাইভেটকারের বেশিরভাগ পুড়ে যায়। এ সময় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. কাউসার আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়ির ব্যাটারির বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। চালক ও তিন যাত্রী বিকট শব্দ ও ধোঁয়ার গন্ধ পেয়ে দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। এরপর গাড়িটি জ্বলতে থাকে।