যশোরে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার, আটক ৩
- আপডেট সময় : ০৮:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
৩০ নভেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
যশোরের সদর উপজেলার বাহাদুরপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি। এ সময় তিনজনকে আটক করা হয়।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরপুরে যশোর-মাগুরা সড়কে ফেম পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। বাসটি শরীয়তপুর থেকে বেনাপোলে যাচ্ছিলো।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ৩০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন সাড়ে ৩ কেজি। এই সোনার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা। আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জের গোলাপ রায় গ্রামের গোসট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ শাহ রোডের শোভন দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
তিনি জানান, গোপন খবরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সোনা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।