ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত দেননি কাজল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ ১৯২ বার পড়া হয়েছে

৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমাতে বেশি দেখা যায় তাকে। বলে বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন তিনি।

এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, ‘আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।’

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’,  ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

শর্ত দেননি কাজল

আপডেট সময় : ১১:৫৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০

৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমাতে বেশি দেখা যায় তাকে। বলে বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন তিনি।

এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, ‘আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।’

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’,  ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।