ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পতাকা অবমাননা: জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে

১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অপরাধে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখার গার্ডকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার(১৬ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশরার(ভূমি) নাহিয়ান নুরেন এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

শামছুন নাহার স্বপ্না জানান, বিজয় দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানের ন্যায় বাসাইল কৃষি ব্যাংকেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম পরিচালনার সময় কৃষিব্যাংকের ছাদের ওপর ঝাড়ুদণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল ইসলামের নজরে আসে। এসময় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গার্ড (চুক্তিভিক্তিক) মো. সুলতান আহমেদকে (৫৫) ১০ দিনের কারাদণ্ড, ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণার কাজ হয়েছে। আমরা এমন জঘন‌্য কাজের যথাযথ বিচার দাবি করছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাওস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিজয় মিছিল বের হলে ওই সময় বিষয়টি আমাদের নজরে আসে। ৩০ লাখ শহীদের রক্তেভেজা এই পতাকার এমন অপমান হলে ভবিষ্যতে পতাকা,স্বাধীনতার কোনো মূল্যবোধ থাকবে না।’

ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে পতাকা উত্তোলনের জন্য নতুন বাঁশ কিনে দিয়েছি। গার্ড ভুল করে এমন কাজটি করে ফেলেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের জেল দেওয়া হয়েছে এবং কর্মরত অন্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লেখা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

জাতীয় পতাকা অবমাননা: জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অপরাধে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখার গার্ডকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার(১৬ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশরার(ভূমি) নাহিয়ান নুরেন এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

শামছুন নাহার স্বপ্না জানান, বিজয় দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানের ন্যায় বাসাইল কৃষি ব্যাংকেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম পরিচালনার সময় কৃষিব্যাংকের ছাদের ওপর ঝাড়ুদণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল ইসলামের নজরে আসে। এসময় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গার্ড (চুক্তিভিক্তিক) মো. সুলতান আহমেদকে (৫৫) ১০ দিনের কারাদণ্ড, ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণার কাজ হয়েছে। আমরা এমন জঘন‌্য কাজের যথাযথ বিচার দাবি করছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাওস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিজয় মিছিল বের হলে ওই সময় বিষয়টি আমাদের নজরে আসে। ৩০ লাখ শহীদের রক্তেভেজা এই পতাকার এমন অপমান হলে ভবিষ্যতে পতাকা,স্বাধীনতার কোনো মূল্যবোধ থাকবে না।’

ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে পতাকা উত্তোলনের জন্য নতুন বাঁশ কিনে দিয়েছি। গার্ড ভুল করে এমন কাজটি করে ফেলেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের জেল দেওয়া হয়েছে এবং কর্মরত অন্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লেখা হবে।’