১২ হাজার বাংলাদেশি কর্মী নেবে জর্ডান
- আপডেট সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে
১৭ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
জর্ডান আগামী বছর বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জর্ডানের সবচেয়ে বড় পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সানাল কুমার। পরে সাংবাদিকদের উল্লিখিত তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল উপস্থিত ছিলেন।
মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার জনই বাংলাদেশের। আগামী বছর ওই প্রতিষ্ঠানে আরও ১২ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে।
ভবিষ্যতে আরও বেশি কর্মী নিয়োগ করা হবে, জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠা জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ।’
জর্ডানের পোশাক কারখানায় বাংলাদেশের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ