মালি মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য
- আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
২১ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মালি মিশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রোববার (২০ ডিসেম্বর) রাতে মালির রাজধানী বামাকোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন ১৪০ জন পুলিশ সদস্য।
ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এ এন এফ মারূফ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের সপ্তম রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সাইফুজ্জামানের নেতৃত্বে তৃতীয় রোটেশনের দ্বিতীয় দলের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) মাজহারুল ইসলাম, ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) তওফিক মাহবুব চৌধুরী এবং ইউএন অ্যাফেয়ার্স অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা মিশনগামী পুলিশ সদস্যদের বিদায় জানান।
বাংলাদেশ পুলিশ ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।