ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৬১ বার পড়া হয়েছে

২৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ বলেন, ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার মৃত্যু হয়।

নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মো. আবদুল ওয়ারীশ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ বলেন, ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার মৃত্যু হয়।

নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মো. আবদুল ওয়ারীশ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।