জাতি ঐক্যবদ্ধ হলে দেশ থাকবে: গয়েশ্বর
- আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৯১ বার পড়া হয়েছে
২৬ ডিসেম্বর ২০২০, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, দেশ থাকবে, দেশের সার্বভৌমত্ব থাকবে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতি যদি ঐক্যবদ্ধ হয় গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। গণতন্ত্র যদি নিশ্চিত করতে পারি শুধু খালেদা জিয়া ও তারেক রহমান কেনো দেশের ১৮ কোটি মানুষই মুক্তি পাবে, দেশেই থাকবে, দেশেই আসবে, স্বাধীনভাবে চলবে, জনগণের পাশে থাকবে।
এখন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান করছেন যতটুকু, এখন বাকি দায়িত্ব আমরা অকৃত্রিমভাবে আন্তরিকভাবে সমাধান করি এবং আন্দোলনের মাধমে দেশটাকে মুক্তি করি। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, সত্যকে স্বীকার করার সত্য সাহসের প্র্রয়োজন, সেটা আওয়ামী লীগের নাই।
ঐতিহাসিক সত্য কখনো মোছা যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, হিস্ট্রি অলওয়েজ ফ্যাক্ট। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, তার আবির্ভাব, তার কর্মকাণ্ড প্রতিটি ফ্যাক্ট, গল্প না,।সেই কারণে তিনি একটি ইতিহাস।
কৃষক দলের সদস্য এসকে সাদীর পরিচালনায় আলোচনায় কৃষক দলের আহ্বায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।