কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭
- আপডেট সময় : ০৮:১৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ২০১ বার পড়া হয়েছে
২৬ এপ্রিল ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৭১ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩০, আদর্শ সদর উপজেলার ছয়জন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচং আটজন, চান্দিনায় দুইজন, চৌদ্দগ্রামে একজন, লাকসাম উপজেলার চারজন, বরুড়য় একজন, দাউদকান্দি চারজন, দেবিদ্বার দুইজন, নাঙ্গলকোট চারজন, লালমাই দুইজন, মুরাদনগর একজন ও মনোহরগঞ্জ উপজেলার একজন। গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন নারী ও একজন পুরুষ মারা গেছেন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৬৫ জন।