কাল পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে চীনা ভাঙা রকেট
- আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
৮ মে,২০২১,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
রবিবার (৯ মে) প্রথম প্রহরের পর যেকোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে এটি
মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা চীনা রকেটের ধ্বংসাবশেষ রবিবার (৯ মে) প্রথম প্রহরের পর যেকোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে।
শুক্রবার (৭ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের স্পেস-ফোকাসড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিওআরডিএস) এ তথ্য জানিয়েছে।
সিওআরডিএস এর মতে, নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের আশেপাশে এটি ভূপতিত হতে পারে।তবে পৃথিবীর প্রবেশপথের যেকোনো জায়গাতেই রকেটের ধ্বংসাবশেষটি আছড়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কর্পোরেশন এক টুইটে জানায়, রবিবার ৪:১৯ মিনিটের দিকে আট ঘণ্টা আগে বা আট ঘণ্টা পরে চীনের “লং মার্চ ৫বিচ্ রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।
চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বুধবার (৫ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে ছুটে আসা চীনের একটি রকেটের ভাঙা অংশ আন্তর্জাতিক সমুদ্রসীমানায় পড়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে এরোস্পেস নলেজ ম্যাগাজিনের প্রধান সম্পাদক ওয়াং ইয়ানান বলেন, “পৃথিবীতে প্রবেশের সময় রলেটের বেশিরভাগ ধ্বংসাবশেষ পুড়ে যাবে। হয়ত খুব সামান্য অংশ মাটিতে পড়বে। যা সম্ভাব্যভাবে জনবসতি থেকে দূরে বা সমুদ্র অঞ্চলে পড়বে।” তবে পৃথিবীতে পুনরায় প্রবেশের ফলে ব্যাপক ক্ষতিও হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
গত ২৯ এপ্রিল হাইনান দ্বীপ থেকে “দ্য লং মার্চ ফাইভ-বি” নামের রকেটটি “টিয়ানহে” মডিউল বহন করে চীনের স্থায়ী মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছিল, এর মহাকাশ স্টেশনের তিনজন ক্রু’র আবাসস্থল হিসেবে ব্যবহৃত হওয়ার কথা ছিল।
রকেটটির পৃথিবীতে পুনঃপ্রবেশের বিষয়ে অস্পষ্টতা থাকলেও গ্লোবাল টাইমসের বরাতে জানা যায়, রকেটটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং পশ্চিমা বিশ্বের ধারণা অনুযায়ী বড় কোনো ক্ষতির কারণও হতে পারে। তবে অভ্যন্তরীণ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি এখনও “আতঙ্কিত হওয়ার মতো নয়।”