২৬ যাত্রী নিহতের ঘটনায় স্পিডবোট মালিক গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
৯ মে,২০২১,আজকের মেঘনা ডটকম, ডেস্ক রিপোর্ট :
শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ যাত্রী নিহতের ঘটনায় নৌযানটির মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। স্পিডবোটের মালিক চান মিয়াকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়েছে। তবে কখন আটক করা হয়েছে- এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এক সংক্ষিপ্ত বার্তায় রবিবার সকালে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারের কথা বলা হয়। সেখানে জানানো হয়, র্যাবের অভিযানে সাম্প্রতিক সময়ে মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়েরকৃত মামলার এজহারনামীয় আসামি স্পিডবোট মালিক চান মিয়া ওরফে চান্দুকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেপ্তার।
রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে রোববার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়। গত ৩রা মে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সকাল পৌনে ৭টায় ৩১ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে।
এ সময় শিবচরের কাঁঠালবাড়ি বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এতে তিন শিশু ও দুই নারীসহ ২৬ জনের মৃত্যু হয়।।