সংবাদ শিরোনাম ::
মেঘনা নদীতে ৮’শ বস্তা ধানবোঝাই ট্রলার ডুবি,সাতরে ৩৩ শ্রমিকের প্রাণ রক্ষা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
১১ মে ২০২১,আজকের মেঘনা. কম, মেঘনা প্রতিনিধি : মেঘনা নদীতে খালি বাল্কহেডের ধাক্কায় ৮শত বস্তা ধান বোঝাই ট্রলার ডুবে যায়, ট্রলারে থাকা ৩৩ শ্রমিক নদী তীর বর্তী গ্রাম কুমিল্লার মেঘনা উপজেলা রামপ্রসাদের চর এলাকা ও সোনারগাঁও নুনের টেকে এলাকায় সাতরে প্রাণ রক্ষা করে। আজ মঙ্গলবার সকালে ঝড় শুরু হলে কুমিল্লার মেঘনা উপজেলার তীরবর্তী এলাকায় মেঘনা নদীতে সিলেট গামী একটি খালি বাল্কহেড ও
মাদারীপুর গামী একটি ধান বোঝাই ষ্ট্রীলবডি ট্রলার ঝড়ের কবলে পরে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও মেঘনা থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে,এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলারটি উদ্ধার করতে পারেনি। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ মজিদ এর নিকট
জানতে চাইলে তিনি বলেন উদ্ধার কাজ অব্যহত আছে।