সংবাদ শিরোনাম ::
হোমনায় পুকুরের পানিতে ডুবে মা-শিশু সন্তানের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ২৪৯ বার পড়া হয়েছে
১১ মে,২০২১,আজকের মেঘনা. কম, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে মা- শিশু ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নিলখী ইউপির ইটাভরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ইটাভরা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৬) ও ছেলে মো. সৌরভ(৪)
হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আকন্দ বলেন, দুপুরে বাড়ির পাশের একটি ডুবায় মা-ছেলে গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে তার ছেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে ককাপড় পেছিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।
ওসি আরো জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।এই ঘটনায় ইটাভরা গ্রামে শোকের ছায়া বইছে।