“মেঘনার রূপ”: কবি আবু ইউসুফ
- আপডেট সময় : ১২:৫৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ২১২ বার পড়া হয়েছে
৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, আবু ইউসুফ :
“মেঘনার রূপ”
যোজন দূরের ঐ যে গগন নীল হলো,
গন্ধ শোকা বন্ধ মনের দ্বার খোলো।
দক্ষিণ বায়ুর আলতো আবেশ মাখো গায়,
একটু দাঁড়াও হিজল গাছের শীতল ছায়।
বাতায়নের পর্দা তুলে ঐ দেখো,
মেঘের কাছে সংঘবদ্ধের পাঠ শেখো।
লাউয়ের ডগায় শান্ত ভোরের নরম রোদ,
লাজুক মেয়ের লাজ রাঙা গাল শরম বোধ।
সব দেখেছি, শিশির ভেজা দুর্বা ঘাস-
মাড়িয়ে সেথা শান্তি মোদের বারোমাস।
স্বর্ণ ছোঁয়া রোদ বৃষ্টির এই ঝিলিক,
গায়ে মেখে নাইয়ে ভেজে কাক শালিক।
আঁধার রাতে ভুতুম পেঁচা অার ঝিঁঝির ডাক,
যতই ভীতি মনে লাগুক তোলা থাক।
জোছনা রাতে ব্যোমে যখন চাঁদ হাসে,
উল্লাসে মোর চোখ হাসে তো বুক ভাসে।
বিলের ধারে শাপলা শালুক যেই ফোটে,
উদাসী মোর চিত্ত তার পানে ছোটে।
পালতোলা সব নৌকোগুলোয় গুনটানে
কণ্ঠে মাঝির ভাটিয়ালি সুর গানে।
টইটুম্বুর ঝিলে লাফায় পাবদা রুই,
মনে হাউস আলতো করে তাকে ছুঁই।
রাখাল বাঁশির চুমোয় যখন সুর তোলে,
মেঘনা মায়ের কোলে আমার মন ভোলে।