চাকরির নামে আটকে রেখে পতিতাবৃত্তি, আটক ৬
- আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
১৮ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে পতিতাবৃত্তির দায়ে প্রতারক চক্রের ৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭’র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
আটককৃতরা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।
মো. নুরুল আবছার জানান, সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে এনে ভাড়া বাসায় আটক করে পতিতাবৃত্তি করাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়-এতিম নারী ও শিশুদের চট্টগ্রাম নগরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করত। পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে তাদের একজন আরেকজনের কাছে বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।