করোনা মোকাবেলায় আমরা বিশ্বে শীর্ষস্থানে রয়েছি: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ২০০ বার পড়া হয়েছে
১৯ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে কভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ফলে করোনা মোকাবেলায় আমরা বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছি।
শনিবার (১৯ জুন) ঢাকার করাইলে সময় ফাউন্ডেশন ও ফিল্ড ন্যাশন আয়োজিত করোনাকালীন দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কভিড-১৯’র প্রভাব পড়েছে। এতে অনেকেই কর্মহীন হয়েছেন। এই দুস্থ ও কর্মহীনদের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সরকারের আন্তরিকতার ফলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও স্বচ্ছন্দে জীবন-যাপন করতে পারছেন। সরকার দুস্থ ও কর্মহীনদের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করেছে। সরকারের পাশাপাশি এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ দেশের প্রতিটি মানুষ নিজের ঘরে বসবাস করবে, স্বচ্ছন্দে বসবাস করবে এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ দেশের প্রত্যেকটি মানুষ উন্নত জীবন-যাপন করবে।
এ সময় কোভিড-১৯ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।