লকডাউনে শিমুলিয়া-বাংলাবাজারে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৮:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনার সংক্রমণ বাড়ায় ঢাকার পার্শ্ববর্তীসাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনে পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। তবে লকডাউনের আওতামুক্ত গাড়ি পারাপারে নদীতে ফেরি চলাচল সচল থাকবে।
বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হবে। যেসব ফেরি সচল থাকবে সেগুলো দিয়ে শুধুমাত্র কাঁচামাল, পণ্যবাহী গাড়ি ও জরুরি রোগীবাহী গাড়ি পার করা হবে।
তিনি বলেন, বর্তমানে নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে। মঙ্গলবার থেকে নির্দেশনা অনুযায়ী এ সংখ্যা কমিয়ে দেয়া হবে।
লঞ্চ চলাচলের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) শিমুলিয়াঘাটের বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বর্তমানে ৮৭টি লঞ্চ সচল আছে। তবে মঙ্গলবার ভোর থেকে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। আর স্পিডবোট এর মধ্যেই বন্ধ রয়েছে।