মেক্সিকোতে চলন্ত গাড়ি থেকে গুলি, নিহত ১৮
- আপডেট সময় : ০৮:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ২১১ বার পড়া হয়েছে
২১ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
মেক্সিকোর মার্কিন সীমান্ত শহর রেনোসার বিভিন্ন অংশে বন্দুকধারীর একটি গ্রুপ হামলা চালিয়েছে। গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে শহরের বেশকিছু এলাকায় গুলি চালায়। তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী।
রেনোসার তামালিপাস রাজ্যের নিরাপত্তা বাহিনী এক বিবৃতির বরাতে রয়টার্স জানায়, গত শনিবার শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা একাধিক গাড়িতে করে এসে এই হামলা চালায়।
জানা যায়, প্রথমে গুলিতে ১৫ জনের প্রাণহানির তথ্য জানানো হলেও পরবর্তীতে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের পর ওই এলাকায় সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার পর কর্তৃপক্ষ সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রে ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।