ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ভুল থেকে শিক্ষা নিতে চান পরীমণি!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ২০৪ বার পড়া হয়েছে

২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় বেশ ধকল যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ওপর দিয়ে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই চিত্রনায়িকা কিছুটা মানসিক চাপেও আছেন। সম্প্রতি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

এদিকে মানসিক চাপ ও এসব ঘটনায় আটকে না থেকে পরীমণি নিজের মনোবল চাঙা করতে উঠে পড়ে নেমেছেন। আর মনোবল চাঙা করতে ইয়োগাও করছেন এই নায়িকা।

মঙ্গলবার সকালে পরীমণি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে ইয়োগা করার কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে আমেরিকান লেখক ডেভ পেলজারের লেখা থেকে কিছু কথা শেয়ার করেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘যদি নিজেকে সাহায্য করতে চাও, অবশ্যই নিজের হও। যখন তুমি ভুল কর, সেখান থেকে শিক্ষা নাও, নিজেকে তুলে ধর এবং এগিয়ে যাও।’

যারা পরীমণির সমালোচনা করছেন, তিনি ভুল করেছেন বলে অভিযোগ তুলছেন-এই পোস্টে ইঙ্গিতে তার জবাবও দিয়ে দিয়েছেন পরী। পরীমণি ভুল করে থাকলেও সেখান থেকেও শিক্ষা নিতে চান এবং এগিয়ে যেতে চান-এমন মনোবলই স্পষ্ট হয়ে উঠেছে এই পোস্টের মাধ্যমে। ওই পোস্টে যুক্ত করা পরীমণির শরীর চর্চার ৫টি ছবিতে পরীমণিকে নানা ভঙ্গিতে শরীর চর্চা করতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীমণির ওই পোস্টে কমেন্ট পড়েছে ১৬ হাজারেরও বেশি। পরীমণির ইয়োগা করার বিষয়টাকে অনেকেই পরীর মনোবল চাঙা করার কৌশল হিসেবেই দেখছেন।

পরিচালক রাশিদ পলাশ কমেন্ট করেন, ‘স্মৃতি পরী মণি। তুমি অনুকরণীয়। একজন পরী মণি লাখো নারীর সামনে এগিয়ে যাওয়ার উদাহরণ হয়ে থাকবে।’

মি. জামিল হোসেন নামে একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি পরী মণি কে নিয়ে হাসিঠাট্টা না করে তার থেকে শিক্ষা নিন… দেখুন নিজের প্রাপ্য বিচার কিভাবে নিজেই আদায় করে নিচ্ছে।’

প্রসঙ্গত, গত ৯ জুন উত্তরা বোট ক্লাবের পরিচালক নাসির ইউ মাহমুদ ও ব্যবসায়ী অমি পরীমণিকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করে। ১৩ জুন পরীমণি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। পরে সেদিন রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ অমি, নাসিরসহ তিন নারীকে গ্রেপ্তার করে।

এদিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর দু-একটি ক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে পরীমণির বিরুদ্ধে। অবশ্য পরীমণি বলছেন, মূল মামলাকে ধামাচাপা দিতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

নিজের ভুল থেকে শিক্ষা নিতে চান পরীমণি!

আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

২২ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় বেশ ধকল যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ওপর দিয়ে। টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া এই চিত্রনায়িকা কিছুটা মানসিক চাপেও আছেন। সম্প্রতি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানিয়েছেন।

এদিকে মানসিক চাপ ও এসব ঘটনায় আটকে না থেকে পরীমণি নিজের মনোবল চাঙা করতে উঠে পড়ে নেমেছেন। আর মনোবল চাঙা করতে ইয়োগাও করছেন এই নায়িকা।

মঙ্গলবার সকালে পরীমণি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে ইয়োগা করার কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে আমেরিকান লেখক ডেভ পেলজারের লেখা থেকে কিছু কথা শেয়ার করেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘যদি নিজেকে সাহায্য করতে চাও, অবশ্যই নিজের হও। যখন তুমি ভুল কর, সেখান থেকে শিক্ষা নাও, নিজেকে তুলে ধর এবং এগিয়ে যাও।’

যারা পরীমণির সমালোচনা করছেন, তিনি ভুল করেছেন বলে অভিযোগ তুলছেন-এই পোস্টে ইঙ্গিতে তার জবাবও দিয়ে দিয়েছেন পরী। পরীমণি ভুল করে থাকলেও সেখান থেকেও শিক্ষা নিতে চান এবং এগিয়ে যেতে চান-এমন মনোবলই স্পষ্ট হয়ে উঠেছে এই পোস্টের মাধ্যমে। ওই পোস্টে যুক্ত করা পরীমণির শরীর চর্চার ৫টি ছবিতে পরীমণিকে নানা ভঙ্গিতে শরীর চর্চা করতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীমণির ওই পোস্টে কমেন্ট পড়েছে ১৬ হাজারেরও বেশি। পরীমণির ইয়োগা করার বিষয়টাকে অনেকেই পরীর মনোবল চাঙা করার কৌশল হিসেবেই দেখছেন।

পরিচালক রাশিদ পলাশ কমেন্ট করেন, ‘স্মৃতি পরী মণি। তুমি অনুকরণীয়। একজন পরী মণি লাখো নারীর সামনে এগিয়ে যাওয়ার উদাহরণ হয়ে থাকবে।’

মি. জামিল হোসেন নামে একজন মন্তব্য করেছেন, ‘স্মৃতি পরী মণি কে নিয়ে হাসিঠাট্টা না করে তার থেকে শিক্ষা নিন… দেখুন নিজের প্রাপ্য বিচার কিভাবে নিজেই আদায় করে নিচ্ছে।’

প্রসঙ্গত, গত ৯ জুন উত্তরা বোট ক্লাবের পরিচালক নাসির ইউ মাহমুদ ও ব্যবসায়ী অমি পরীমণিকে ধর্ষণ ও হত্যা করার চেষ্টা করে। ১৩ জুন পরীমণি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লেখেন। পরে সেদিন রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা দায়ের করলে পুলিশ অমি, নাসিরসহ তিন নারীকে গ্রেপ্তার করে।

এদিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তোলার পর দু-একটি ক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে পরীমণির বিরুদ্ধে। অবশ্য পরীমণি বলছেন, মূল মামলাকে ধামাচাপা দিতেই এসব অভিযোগ তোলা হচ্ছে।