টিকার ২ ডোজ নেওয়া শিক্ষকের করোনায় মৃত্যু
- আপডেট সময় : ১০:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
২৩ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
টিকার দুই ডোজ নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ দবির হোসেন (৪৫) নামের মানিকগঞ্জের এক স্কুল শিক্ষক। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টার দিকে তিনি মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ এ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দবির হোসেন মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল গ্রামের বাদশা মিয়ার ছেলে। মধ্য পুটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কাজী একেএম রাসেল জানিয়েছেন, ২১ জুন সকাল ৯টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। পরে গতকাল ২২ জুন ভোর ৬টার দিকে মারা যান।
দবির হোসেনের ভাই আবির হোসেন জানান, শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওইদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। ফলাফল আসার আগেই ২২ জুন সকালে ভাইয়ের মৃত্যু হয়। পরবর্তী সময়ে রিপোর্টে করোনা পজিটিভ আসে।
দবির হোসেনের করোনা টিকা নেওয়ার সনদ ঘেঁটে দেখা গেছে, মানিকগঞ্জের জেনারেল হাসপাতাল থেকে তিনি গত ১৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর ১৫ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন।
করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ জানালেন, ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হতে পারে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার পর ভাইরাসটিতে মৃত্যু কম হয়ে থাকে।
তিনি আরও জানান, জেলায় এই নিয়ে ভাইরাসটিতে ৪৯ জনের মৃত্যু হলো।