ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে

২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশটায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিরণের মেয়ে মিম বলেন, আমার বাবার খিলগাঁও বাজারে দোকান রয়েছে। দোকানে যাওয়ার সময় ওই এলাকার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বাবার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম আরো জানান, আমরা শাজাহানপুর রেল কলোনি এ/৩০ নম্বর বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও রেলক্রসিং এলাকা থেকে ট্রেনে দুই পা কাটা পড়ে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছে। আসার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

২৪ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল দশটায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিরণের মেয়ে মিম বলেন, আমার বাবার খিলগাঁও বাজারে দোকান রয়েছে। দোকানে যাওয়ার সময় ওই এলাকার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে বাবার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল এ নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিম আরো জানান, আমরা শাজাহানপুর রেল কলোনি এ/৩০ নম্বর বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও রেলক্রসিং এলাকা থেকে ট্রেনে দুই পা কাটা পড়ে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছে। আসার কিছুক্ষণ পরেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।