ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ২১৭ বার পড়া হয়েছে

২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

খেটে খাওয়া হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন কখনও সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ক্ষুধার্ত মানুষকে কখনও ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না। হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন কখনও সফল হবে না।’

শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে পরিস্থিতি বিবেচনায় লকডাউনের ‘বিকল্প নেই’ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ আছে, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ করতে না পারলে দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন জি এম কাদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে। হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।’

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আপাতত এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন কার্যকর করা হচ্ছে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটা বাড়ানো হতে পারে।

এ সময় জরুরি পরিসেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। লকডাউনের সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না: জি এম কাদের

আপডেট সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

খেটে খাওয়া হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন কখনও সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ক্ষুধার্ত মানুষকে কখনও ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না। হতদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন কখনও সফল হবে না।’

শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে পরিস্থিতি বিবেচনায় লকডাউনের ‘বিকল্প নেই’ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, এটা মানতেই হবে, করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ আছে, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ঔষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। এসব পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ করতে না পারলে দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন জি এম কাদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে। হতদরিদ্রদের জন্য সরকারি সহায়তা যেনো চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে সংশ্লিষ্টদের।’

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করতে আগামী সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আপাতত এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন কার্যকর করা হচ্ছে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এটা বাড়ানো হতে পারে।

এ সময় জরুরি পরিসেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। লকডাউনের সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।