ফেনসিডিল সেবন করতে গিয়ে ধরা পড়লো দুই যুবক
- আপডেট সময় : ১০:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
২৬ জুন ২০২১, আজকের মেঘনা. কম, দিনাজপুর প্রতিনিধি:
খেলনা পিস্তল ও ট্রিগার চাকু নিয়ে ফেনসিডিল সেবন করতে এসে দিনাজপুরের বিরামপুরে পুলিশের হাতে শেখ সাদাব বাবু (২৮) ও নাইমুল হক (২৭) নামে দুই যুবক আটক হয়েছে। এসময় আটক দুই যুবকের দেয়া তথ্য অনুযায়ী ৯ বোতল ভরা এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার কাটলা সীমান্তের হরিহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক শেখ সাদাব বাবু নীলফামারী জেলার সৈয়দপুর পৌরশহরের পুরাতন বাবুপাড়া মহল্লার ডা. শেখ নবাব আলীর ছেলে এবং নাইমুল হক রংপুর শহরের মুন্সিপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, ‘কাটলা সীমান্তের হরিহরপুর গ্রামে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়িতে প্রকাশ্যে ফেনসিডিল বিক্রি হচ্ছে- এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। সেখানে রংপুর ও সৈয়দপুর শহর থেকে মাদক নিতে আসা দুই যুবককে আটক করা হয়। পরে পুলিশ আটক দুই যুবকের শরীর তল্লাশি করে পকেটে রাখা খেলনা দুটি পিস্তল ও একটি ট্রিগার চাকু উদ্ধার করেন। মাদক ও খেলনা অস্ত্রসহ আটক ওই যুবদের দেয়া তথ্যে মাদক ব্যবসায়ী সাদেক আলীর বাড়ির পাশে একটি বাঁশঝাড় থেকে ৯ বোতল ফেনসিডিল এবং এক ব্যাগ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়।