ক্রিকেটের জন্য আলাদা টিভি চ্যানেল খুলবো: পাপন
- আপডেট সময় : ০৯:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
২৭ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো দেশের সব ঘরোয়া লিগ এখন থেকে টিভি পর্দায় সম্প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এসব টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারে যদি দেশের টিভি চ্যানেলগুলো আগ্রহ প্রকাশ না করে তবে নতুন টিভি চ্যানেল খোলা হবে বলেও জানান তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, এখন থেকে যেন দেশের সব ঘরোয়া লিগ খেলা সরাসরি সম্প্রচার করা যায় তা নিয়ে কাজ করতে হবে। এ নিয়ে কোনো চ্যানেলের সঙ্গে লম্বা চুক্তিতে যেতে পারি কি না সেটা দেখছি আমি। তা না হলে যদি ক্রিকেটের জন্য আলাদা চ্যানেল নিতে হয় সেটার জন্যও আমি চেষ্টা করবো। যাতে করে আমাদের এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) থেকে শুরু করে সব ঘরোয়া ক্রিকেট সম্প্রচার করা যায়।
এবার দুটি বেসরকারি টিভি চ্যানেলে এবার ডিপিএলের সুপার লিগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এছাড়া ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম পর্ব এবং রেলিগেশন লিগ সম্প্রচার করা হয়েছে। প্রতিটি ম্যাচের খবর রেখেছেন দেশের ক্রিকেটসমর্থকরা। বিষয়টি চোখে পড়েছে বিসিবি সভাপতি। এতে যারাপরনাই খুশি পাপন।
তিনি বলেন, ডিপিএল সরাসরি সম্প্রচারে অভূতপূর্ব সাড়া পেয়েছি দর্শকদের। এতো মানুষ খেলা দেখেছে এবং মন্তব্য করেছে যে টিভি চ্যানেলগুলোই আশ্চর্য হয়েছে। আমরা সব খেলা যদি টিভিতে দেখাতে পারতাম তাহলে খেলার মান বাড়ত। এতে শুধু খেলোয়াড়দের না, আম্পায়ারিংয়ের মানও বাড়বে, কারণ সবাই খেলা দেখবে। তখন খেলোয়াড়দের বাড়তি তাড়না থাকে- আমাকে আজ ভালো খেলতে হবে। সরাসরি সম্প্রচারের কারণে ডিপিএলটা খুব ভালোভাবে উপভোগ করা গেছে।