ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১০৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ
- আপডেট সময় : ১১:০১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
৩০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১০ (৫) ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়। আদেশে তাদেরকে বৃহস্পতিবার (১ জুলাই) সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়, আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট, স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবে।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেস জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি সময় নির্ধারণ করবেন। সেই সঙ্গে স্থানীয় বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ অধিদফতরে এ বিষয়ে নির্দেশনা দেবে।
লকডাউন বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সেই নির্দেশনার পর জনপ্রশাসন মন্ত্রণালয় ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করলো।