ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে

৩০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢালাওভাবে বললে হবে না স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে। গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন। শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাও অভিযোগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের আলোচনার পর তিনি এসব কথা বলেন।

আলোচনায় সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা করোনা পরিস্থিতিতে হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এসময় তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও ব্যাপক সমালোচনা করেন।

এরপর জাহিদ মালেক বলেন, আগামী ২/৩ জুলাই ২৫ লাখ মডার্নার টিকা আসবে। এই সময়ে চীন থেকেও আরো টিকা আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা আমরা পাবো। কোভ্যাক্স থেকে আমরা টিকা পাবো। এটা দিয়ে ৫ কোটি মানুষকে আমরা টিকা দিতে পারবো। এছাড়া জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে। সব মিলিয়ে ৭ কোটি টিকা আমরা পাবো।

আগামী বছর প্রথমার্ধে আমরা ৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো।

এসময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই জেলা পর্যায়ের হাসপাতালের দায়িত্ব রয়েছেন। আপনাদেরও দেখতে হবে কোথায় কী সমস্যা আছে। শুধু অভিযোগ দিলে হবে না, আপনাদেরও দেখতে হবে। কোথায় কী সমস্যা আছে সেটা বলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

স্বাস্থ্যখাতে কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

৩০ জুন ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢালাওভাবে বললে হবে না স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে। গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন। শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাও অভিযোগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের আলোচনার পর তিনি এসব কথা বলেন।

আলোচনায় সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা করোনা পরিস্থিতিতে হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এসময় তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও ব্যাপক সমালোচনা করেন।

এরপর জাহিদ মালেক বলেন, আগামী ২/৩ জুলাই ২৫ লাখ মডার্নার টিকা আসবে। এই সময়ে চীন থেকেও আরো টিকা আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা আমরা পাবো। কোভ্যাক্স থেকে আমরা টিকা পাবো। এটা দিয়ে ৫ কোটি মানুষকে আমরা টিকা দিতে পারবো। এছাড়া জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে। সব মিলিয়ে ৭ কোটি টিকা আমরা পাবো।

আগামী বছর প্রথমার্ধে আমরা ৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো।

এসময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই জেলা পর্যায়ের হাসপাতালের দায়িত্ব রয়েছেন। আপনাদেরও দেখতে হবে কোথায় কী সমস্যা আছে। শুধু অভিযোগ দিলে হবে না, আপনাদেরও দেখতে হবে। কোথায় কী সমস্যা আছে সেটা বলতে হবে।