হোমনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে যুবলীগ
- আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
৩ জুলাই ২০২১,আজকের মেঘনা ডটকম, হোমনা সংবাদদাতা :” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” তা প্রমান করেছেন হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
তারা আজ শনিবার ১২ টার দিকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে তাদের নিজস্ব অর্থায়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহাম্মেদ বেপারীর নেতৃত্বে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের দ্বাড়িগাও গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২ টি পরিবারের মাঝে খাবার,শাড়ি, লুঙ্গি সহ ২ লাখ টাকার কাঠ আর্থিক অনুদান হিসাবে প্রদান করেছেন।
এ সময় উপজেলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদি হাসান, মাইনুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা রুবেল হোসাইন, মো.তোফায়েল আহমেদ রাছেল, মো.আলাউদ্দিন, মো.আনোয়ার হোসেন, মো.জহিরুল ইসলাম, মো.সোহান, মো.নাজমুল হোসেন বাবু, মো.রফিকুল ইসলাম, মো.জাহাঙ্গির সহ যুবলীগের নেতাকর্মী সহ গ্রামবাসি উপস্হিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬ টারদিকে ভয়াবহ অগ্নিকান্ডে দ্বাড়িগাঁও গ্রামের আবদুল হাকিম ও তার ভাই জহিরুল ইসলামে ২ টি চৌ চালা ঘর, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা,৮ ভড়ি স্বর্ণালংকার, ৫ ড্রাম চাউল, ৩০ মন মরিচ, ২ মন তিল ও ফার্নিচার সহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বর্তমান তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।
তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।