ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে সেনাবাহিনীর টহল পরিদর্শনে সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ১৮২ বার পড়া হয়েছে

০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি নগরের টাউন হল মোড় এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাপ্রধান ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে যান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশে ১ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন। পাশাপাশি করোনা মোকাবিলায় দুস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

এসব কার্যক্রম পরিদর্শন করতে সেনাপ্রধান আজ ময়মনসিংহে আসেন। ময়মনসিংহে সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সব নির্দেশনা মেনে কোভিড মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করবে।

সেনাপ্রধানের টহল পরিদর্শনের সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

ময়মনসিংহে সেনাবাহিনীর টহল পরিদর্শনে সেনাপ্রধান

আপডেট সময় : ০৭:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

০৬ জুলাই ২০২১, আজকের মেঘনা. কম, ডেস্ক রিপোর্টঃ

চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি নগরের টাউন হল মোড় এলাকায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেনা কর্মকর্তা ও ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে সেনাপ্রধান ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে যান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের জন্য বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য সারা দেশে ১ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন। পাশাপাশি করোনা মোকাবিলায় দুস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।

এসব কার্যক্রম পরিদর্শন করতে সেনাপ্রধান আজ ময়মনসিংহে আসেন। ময়মনসিংহে সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের সব নির্দেশনা মেনে কোভিড মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করবে।

সেনাপ্রধানের টহল পরিদর্শনের সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।