জামালপুরে নতুন করে করোনা শনাক্ত৫৪, মৃত্যু ১
- আপডেট সময় : ০২:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
১৪ জুলাই ২০২১,আজকের মেঘনা ডটকম,
শহুিদুল ইসলাম কাজল,জামালপুর ঃ
জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা শনাক্তের সংখ্যা।সেই সাথে থেমে নেই মৃত্যুর মিছিল।
এদিকে গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২২.৯৪ শতাংশ থেকে কমে ১৭.১৯শতাংশ হয়েছে । যা গতকালের তুলনায় আজ ৫.৭৪ শতাংশ কম হয়েছে। নতুন করে একদিনে ৫৫জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৩জুলাই)তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ৩১৪টি নমুনা পরীক্ষায় ৫৪জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও ইসলামপুর উপজেলায় খলিলুর রহমান নামের (৭৪) বছর বয়সী এক ব্যক্তি
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সদরে ২৪ সরিষাবাড়ি ৭,মাদারগঞ্জে৫, মেলান্দহে ৩, বকশিগঞ্জে ৬, দেওয়ানগঞ্জ ৭,ইসলামপুরে ২জনের ।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬১৪জন, মোট সুস্থ ২৮৪৪জন, মোট মৃত্যু ৭০জন। রেফার্ড ৪১জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ৩০জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬জন ও ঢাকায় ৩জন রয়েছে।
হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬৫১জন রোগী।