বীরঙ্গণাা ফুল বানু পেলেন ঘর ও গাভী
- আপডেট সময় : ১২:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ২৪৭ বার পড়া হয়েছে
অনেক আগেই বীরঙ্গণা ফুল বানু বীর নারীর উপাধী পেয়েছেন এবং কুমিল্লা জেলা প্রশাসকের দেওয়া খাস জায়গাও পেয়েছেন। কিন্তু ছিল না একটা থাকার ঘর। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হওয়ার পর নজরে আসে নারীদের নিয়ে গঠিত সংগঠন চেষ্টার ।
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বড় ধর্মপুর এলাকায় তারা একটি ঘর তুলে দিয়েছে। বুধবার (২৩মার্চ) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিক ভাবে যার চাবি হস্তান্তর করেছেন।
চেষ্টা সংগঠনটি বিগত দশবছর ধরে মহান মুক্তিযুদ্ধের বীরকণ্যাদের সমাজে পুনর্বাসনের লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের বেচে থাকার নূন্যতম চাহিদা পূরণই মুলত “চেষ্টা”র কাজ। বুধবার বেলা তিনটার দিকে নতুন ঘরটি ফুলবানুর কাছে হস্তান্তর করা হয়।
নতুন ঘর পেয়ে কাঁদলেন ফুলবানু।
সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, চেষ্টা’ নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করে, ফুলবানুকে ঘর তৈরী করে দেয়ার জন্য। আমরা সার্বিক সহযোগীতা করেছি। একটি ভালো কাজের অংশীদার হতে পেরে আমাদের ভালো লাগছে।
ঘর হস্তান্তরের পরে অনুভূতি ব্যক্ত করে চেষ্টা’র সভাপতি লায়লা নাজনীন হারুন বলেন, আমরা গত দশ বছর ধরে কাজ করে চলছি। প্রতিটা কাজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বীরকন্যা ফুলবানুর ঘর হস্তান্তর করতে পেরেছি বলে সত্যি খুব ভালো লাগছে।
বীরকন্যা ফুলবানুর ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। নতুন ঘরের চাবি তুলে দিয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, ফুলবানুর যেন আর্থিক অসংগতি দূর হয় সে জন্য ফুলবানুকে একটি গাভী কিনে দেয়া হবে।