কারাতেকার আওলাদ হোসেনের মৃত্যুতে দোয়া

- আপডেট সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
২ জুলাই ২০২২ইং, আজকের মেঘনা ডটকম, আব্দুল হক :
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের সিনিয়র ছাত্র মোঃ আওলাদ হোসেন গত ২০ জুন, ২০২২ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এসময় তার বয়স হয়েছিল ৪৩ বছর।
বন্ধুর মৃত্যুতে ইয়াং জেনারেশন কারাতে দো একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ইউনুস খান দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
আয়োজনে উপস্থিত থেকে খল অভিনেতা চিতা ও ইউনুস খান শোক প্রকাশ ও বন্ধুর মৃত্যুতে সৃতিচারণ করেন।
শোক বার্তায় ইউনুস খান বলেন, বন্ধু মোঃ আওলাদ হোসেন আমাদের মার্শাল আর্ট পরিবারের একজন।তার মৃত্যুতে মার্শাল আর্ট পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সাথে সকলের সাথে মিশতেন।
খল অভিনেতা চিতা বলেন, তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তিনি ওস্তাদ রুবেল, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।তাঁর দীর্ঘ মার্শাল আর্ট জীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা কারাতে পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এই সময় উপস্থিত ছিলেন,আওলাদের কারাতের সহকর্মী শরিফ, আনোয়ার,রাজু ও আসাদ সহ ইয়াং জেনারেশন কারাতে দো একাডেমির ছাত্রছাত্রীবৃদ।